কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার উত্তাপ এখনো কমেনি। এরই মাঝে নিউটাউনের যাত্রাগাছিতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনা নিয়েও চলছে চর্চা।
আরজি কর ঘটনার পর তারকাদের মধ্যে প্রথম কণ্ঠ উঁচু করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যাত্রাগাছির ঘটনা নিয়েও নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রীলেখা মিত্র লেখেন, ‘আরেকটি ধর্ষণ। নিউটাউনের যাত্রাগাছিতে ১৬ বছর বয়সি এক বালিকা ধর্ষণের শিকার। ধর্ষককে কি বলব?’
ধর্ষককে কটাক্ষ করে শ্রীলেখা মিত্র লেখেন, ‘ধন্যবাদ ভাই, আপনি অন্তত খুনটা করেননি, এটাই আমাদের চৌদ্দ গোষ্ঠীর ভাগ্য। হয়তো এরম সময়েই আমরা বাস করছি। ভয় দেখিয়ে সব কেড়ে নিয়ে যেটুকু ওরা দেবে তাতেই সন্তুষ্ট থাকব সবাই।’
ভুক্তভোগী নাবালিকার মা নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করত তার এক প্রতিবেশী। জানাজানি হলে অভিযুক্ত নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে।
হিন্দুস্তান টাইস জানিয়েছে, যাত্রাগাছি-কেষ্টপুর বাগজোলা খালপাড় লাগোয়া বিবেকানন্দ পল্লিতে ঘটনাটি ঘটেছে। খবর জানাজানি হতেই, বাসিন্দারা অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর চালায়। অভিযুক্ত সঞ্জয় হালদারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে, পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।