আন্তর্জাতিক

একইদিনে ইসরায়েলে হামাস ও হিজবুল্লাহর হামলা

গাজায় হামলার এক বছর পূর্তির একদিন আগেই ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে হামাস ও লেবাননের হিজবুল্লাহ। রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তরের শহর হাইফার কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। গত সপ্তাহে ইসরায়েল লেবাননে তীব্র বিমান হামলা শুরু করার পর থেকে এটা হিজবুল্লাহর সর্বশেষ হামলা। 

ইরান-সমর্থিত গোষ্ঠীর যোদ্ধারা এক বিবৃতিতে বলেছে, ‘হাইফার দক্ষিণে বিমান রক্ষণাবেক্ষণ ঘাঁটিতে আক্রমণকারী ড্রোনের একটি স্কোয়াড্রন হামলা শুরু করেছে।’ তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা ইসরায়েল তাৎক্ষনিকভাবে জানায়নি।

এদিকে, হিজবুল্লাহর হামলার এক ঘণ্টার ব্যবধানে গাজা থেকে রকেট ছুড়েছে গাজার শাসক দল হামাস। ইসরায়েলের আকাশসীমায় রকেট প্রবেশের বিষয়টি স্বীকার করেছে তেলআবিব। 

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রবেশ শনাক্ত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।’