ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করায় ভারতে যতি নরসিংহানন্দ নামের বিতর্কিত হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে। রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
তবে তাকে আটকের বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করেনি পুলিশ।
নরসিংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত। বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবীকে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ। এছাড়া ভারতের কয়েকটি রাজ্যে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
পুলিশের এক সদস্য এবং পুরোহিতের সহযোগী জানিয়েছেন, শনিবার নরসিংহানন্দকে আটক করা হয়েছে। তাকে গাজিয়াবাদ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ব্যাপারে পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
পুরোহিত নরসিংহানন্দ এর আগেও বহুবার ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে এবং তিনি গ্রেপ্তার হয়েছেন। তবে প্রতিবারই বিদ্বেষমূলক মন্তব্য করবেন না প্রতিশ্রুতি দিয়ে তিনি জামিনে মুক্ত হয়ে আসেন।