আন্তর্জাতিক

ভারতের কাছ থেকে আর্থিক সহায়তা চায় মালদ্বীপ

ভারতের কাছ থেকে আর্থিক সহায়তা চান মালদ্বীপের প্রেসিডেন্ট  মোহাম্মদ মুইজ্জু। রোববার চার দিনের সফরে ভারতে গিয়েছেন তিনি।

মুইজ্জু বিবিসিকে বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে ভারত অর্থনৈতিক সংকটের মুখে থাকা দ্বীপরাষ্ট্রটিকে সাহায্য করবে। নয়া দিল্লির কাছে তিনি কয়েক মিলিয়ন ডলারের ঋণ চাইবেন।

মালদ্বীপ ঋণ খেলাপির পথে রয়েছে। কারণ এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ কোটি ডলারের নিচে নেমে গেছে। এই অর্থ দিয়ে দেশটি মাত্র দেড় মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে।

মুইজ্জু বিবিসিকে একটি ইমেইল সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারত আমাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত। আমাদের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসাবে, আমাদের বোঝা কমাতে, আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই তার আরো ভাল বিকল্প এবং সমাধান খুঁজতে সর্বদা দিল্লি প্রস্তুত থাকবে।’

ভারতের সঙ্গে তার বিরোধ নিস্পত্তির বিষয়ে মুইজ্জু বলেছেন, ‘আমরা নিশ্চিত, যে কোনো পার্থক্য খোলামেলা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে।’