বৈশ্বিক ফুটবলে চোটের মিছিল চলছেই। একের পর এক চোটে ছিটকে যাচ্ছেন তারকারা। সেই দল এবার ভারী করলেন পাওলো দিবালা। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের জন্য দলে ডাক পেয়েছিলেন দিবালা। তবে মাঠে নামার আগেই ছিটকে যেতে হলো রোমা তারকাকে।
দিবালার চোটের খবর যদিও আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর, রোমার হয়ে অনুশীলনের সময় শনিবার পেশিতে চোট পেয়েছেন এই উইঙ্গার। দিবালার আগে চোটের কারণে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস।
এই দুইজনের বদলি হিসেবে এখনও কাউকে ডাকেনি আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, কেবল একজনকেই দলে নিতে পারে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা।
আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।