সারা বাংলা

দিনাজপুরে আ. লীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

দিনাজপুরের হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) সকালে দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

হাকিমপুরে বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়নের খাট্টা উছনা গড়িয়াল গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে মো. মোফাজ্জল হোসেন (৪৫), খট্টামধবপাড়া ইউনিয়ন যুগ্ম-সাধারণ সম্পাদক ও আ. মালেক মণ্ডলের ছেলে মো. রকিবুল ইসলাম রতন (৩৯), বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ও একই উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের সাতকুড়ি গ্রামের মোস্তফা আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪০) ও বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার মৃত. আনছার আলীর ছেলে মাসুদ রানা (২৯)। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনার মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। 

এদিকে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে গত ৯ সেপ্টেম্বর বিরামপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় ১৩৩ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ না থাকলেও ওই মামলার তদন্তকালে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় মাসুদ রানাকে গ্রেপ্তার করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।