ক্যাম্পাস

ক্যান্সার আক্রান্ত মা’কে বাঁচাতে প্রয়োজন ৫ লাখ টাকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু খায়ের। তার কৃষক বাবার উপার্জনে পাঁচ সদস্যের সংসার চলছে টেনেটুনে। এরই মধ্যে তার মা আক্রান্ত হয়েছেন ব্রেস্ট ক্যান্সারে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লাখ টাকা। এতে চরম আর্থিক সংকটে পড়ে তার হতদরিদ্র পরিবার।

মায়ের চিকিৎসার খরচ চালানোর মতো অর্থের যোগান দিতে না পেরে সমাজের বিত্তবানদের দারস্থ হয়েছেন খায়েরের পরিবার। সবার সহযোগিতায় মায়ের জীবন বাঁচাতে চান খায়ের। 

আবু খায়ের কান্না জড়িত কন্ঠে জানান, তার মা গত সাত মাস ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন রেডিয়েশন, কেমোথেরাপি প্রয়োগ এবং পার্শ্বপ্রতিক্রিয়া রোধ ও নিয়মিত ওষুধ গ্রহণের জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। এর আগে পারিবারিক সম্পত্তি বর্গা রেখে দেড় লাখ টাকা দিয়ে অপারেশন করে একেবারে নিঃস্ব হওয়ার পথে।

তিনি জানান, কৃষক বাবার পক্ষে পরিবারের ভরণপোষণের পাশাপাশি এখন তার মায়ের চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এদিকে, সঠিক সময়ে কেমোথেরাপি দিলেই কেবল সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মায়ের। তবে আর্থিক সংকটে আটকে আছে তার মায়ের চিকিৎসা। মায়ের জীবন বাঁচানোর জন্য সবাইকে পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছেন তিনি।

আবু খায়েরের সহপাঠী মেজবাহুল ইসলাম বলেন, মা কারো একার নয়, মা আমাদের সবার। আর আজ শুধু অর্থের অভাবে কেউ তার মাকে হারাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমার বন্ধু খায়ের তার মায়ের অসুস্থতার কথা বলে মাঝেমধ্যেই কান্না করে। আমাদের প্রত্যেকেই উচিত, নিজ নিজ জায়গা থেকে তার পরিবারকে যথাসাধ্য সাহায্য করা।

সাহায্য পাঠানোর মাধ্যম: ০১৭১৯৬৫৬৩৬৫ (বিকাশ/নগদ) এবং আবু খায়ের, অগ্রণী ব্যাংক, অ্যাকাউন্ট নং- ০২০০০১৮৪৯৮৫৭৭, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।