বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সোমবার সংগঠনটি জানিয়েছে, রোববার (৬ অক্টোবর) সকালে সংগঠনের চেয়ারপার্সন এডভোকেট এলিনা খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিএইচআরএফ-এর বোর্ড অব ট্রাস্টি’র পরিচালক (পাবলিসিটি ও কমিউনিকেশন) সালমা আদিল (এমজেএফ), বিএইচআরএফ-এর পরিচালক এড. আসিফ সরকার পিয়াল, বিএইচআরএফ-এর ঢাকা মহানগর ও উত্তরা শাখার নেতৃবৃন্দ; যথাক্রমে তাহমিনা তারমিন বিনু, তানিয়া আরমিন রিনু, ডা. তামজিদ ওয়াসিফ রহমানসহ প্রমুখ।
এ সময় তারা গুরুতর আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আহতদের উপহারস্বরূপ নগদ অর্থ প্রদান করেন।
এরপর বিএইচআরএফ-এর নেতৃবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আহতদের উন্নত চিকিৎসার ওপর জোর দেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স ও চিকিৎসকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।