৬৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মারলেন ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ রমজান মিয়া ওরফে জীবন (২৬) নামে এক যুবক।
বুধবার (৯ অক্টোর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ৫ আগস্ট রাজধানীর পল্টন থানার আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ হন রমজান মিয়া। পুরান ঢাকা বংশালের আলু বাজার এলাকায় একটি সেন্ডেল তৈরীর কারখানার শ্রমিক ছিলেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জীবনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
রমজান মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুরের হাটি গ্রামে। বাবার নাম মোহাম্মদ জামাল মিয়া। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়। রমজানের স্ত্রী সাহারা খাতুন ৫ মাসের অন্তঃসত্ত্বা।
নিহতের মা আমেনা খাতুন বলেন, গত ৫ আগস্ট গণ্ডগোলের সংবাদ শুনে জীবনরে ফোন করি। তখন ছেলের ফোন অন্য একজন ধরে বলেন, আপনি যাকে ফোন করেছেন, সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে।
রমজান মিয়ার চাচা মোহাম্মদ রোমান বলেন, আমরা সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে এসে শতাধিক আহতদের মাঝে বিকেলে তাকে খুঁজে পাই। তার মাথায় গুলি লেগেছিলো।