বিনোদন

আজ শিরিন শিলার বিয়ে

বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার উঠতি নায়িকা শিরিনি শিলা। তার হবু বরের নাম সাজিল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

একটি সূত্র রাইজিংবিডিকে বলেন, ‘শিরিন শিলার হবু বরের নাম সাজিল। আজ সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা।’

চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছরজুড়ে কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় থাকেন শিরিন শিলা। এর আগে বিভিন্ন সময় শিরিন শিলার প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক নানা গুঞ্জন শোনা গেছে। সবকিছু পেছনে ফেলে সংসারী হতে যাচ্ছেন এই নায়িকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন— মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগর প্রমুখ। মুক্তির অপক্ষোয় রয়েছে শিলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

সিনেমার পাশাপাশি শিরিন শিলা বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে অংশ নিয়ে থাকেন। সম্প্রতি একটি নতুন সিনেমায় নাম লেখান তিনি। এতে নায়ক কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে শিরিন শিলাকে।