রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি-আইসিসিবি-তে ‘বেলিয়া ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো-২০২৪’ ও ‘গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো-২০২৪’ শুরু হয়েছে।
দেশি-বিদেশি লিফট ও এস্কেলেটর প্রস্তুতকারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমে উঠেছে প্রদর্শনী। যেখানে ব্যাপক সাড়া ফেলেছে দেশীয় শীর্ষস্থানীয় সর্ববৃহৎ ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ এলিভেটর এস্কেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) এবং ভার্গো কমিউনিকেশনসের আয়োজনে এই এক্সপোর উদ্বোধন হয়।
এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বেলিয়ার সভাপতি ইমদাদ-উর রহমান, সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম উজ্জল প্রমুখ।
ওয়াটনের লিফট বিভাগের ডেপুটি চিফ বিজনেস অফিসার আহসান ফেরদৌস জানান, গ্রাহকদের চাহিদা এবং রুচির বিষয় মাথায় রেখে ওয়ালটন লিফট প্রস্তুত করেছে। এছাড়াও যদি গ্রাহক চান, তবে সেটিকে তাদের পছন্দমত করে প্রস্তুত করে দেওয়া সম্ভব।
তিনি বলেন, ‘আমরা নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করি যে জন্য নিরাপত্তার কথা চিন্তায় রেখে ওয়ালটন লিফটে সার্টিফাই লিভার, ক্যাবল এবং বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে। যদি লিফটের সব কয়টি ক্যাবলও ছিঁড়ে যায়- যদিও এটি হয় না, তবে তর্কের খাতিরে বিবেচনা করলে বলা সম্ভব যে, এটির অত্যাধুনিক প্রযুক্তি লিফটকে লক করে ফেলবে এবং একদম নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা করবে।’
তিনি আরও বলেন, ‘লিফটের গতি যেভাবে প্রোগ্রাম করা থাকবে, গতি তার চেয়ে বেশি হলে লিফটটি স্বয়ংক্রীয়ভাবে সেটি সনাক্ত করে একটি ফ্লোরে নিরাপদে স্থীর হয়ে দাঁড়িয়ে যাবে। অনেক সময় লোডশেডিংয়ের কারণে লিফট হঠাৎ বন্ধ হয়ে যায়, এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। সেটাই স্বাভাবিক। তবে লোডশেডিং হলেও ওয়ালটনের লিফটে বিপদের কোনো আশঙ্কা নেই। ওয়ালটন লিফটে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় লিফটটি লোডশেডিংয়ের কারণে বন্ধ হলেও দুটি ফ্লোরের মাঝে দাঁড়াবে না। এটি উপরের কিংবা নিচের ফ্লোরে গিয়ে দাঁড়িয়ে অটোমেটিক সিস্টেমে দরজা খুলে যাবে।’
ওয়ালটন বাজারে নিয়ে এসেছে সম্পূর্ণ কাচের দরজাযুক্ত লিফট। এ বিষয়ে আহসান ফেরদৌস বলেন, ‘অনেকে লিফটে উঠতে ভয় পান সাফোকেশনের জন্য। অনেকে বদ্ধ জায়গায় ক্লাস্ট্রোফোবিয়ায় ভোগেন। তাদের কথা চিন্তা করে এই কাচের দরজা সম্পন্ন লিফট নিয়ে এসেছি আমরা। যেন তারা লিফটে থেকেও নিজেকে বাইরের পরিবেশে আছেন বলে মনে করতে পারেন।’
আহসান ফেরদৌস বলেন, ‘আমাদের ওয়ালটনের লিফটের কেবিনের পাত, গ্লাস, সিলিং, হ্যান্ডেল, কেবিন ডিসপ্লে এবং বাটন সবকিছুতেই নতুনত্ব রয়েছে। যেমন কেউ চাইলে লিফটে কেবিন ডিসপ্লেতে সম্পূর্ণ স্বয়ংক্রীয় ডিসপ্লে ব্যবহার করতে পারবেন। যেটিতে ক্যামেরা রয়েছে এবং কার্ড পাঞ্চের ব্যবস্থা আছে। যদি কেউ ফেস কিংবা কার্ড দিয়ে প্রোগ্রাম সেট করে নেন, তাহলে ফেস বা কার্ড পাঞ্চে কাঙ্ক্ষিত ফ্লোরে নামতে পারবেন। এ ছাড়া ডিসপ্লেতে টাচ বাটন তো থাকছেই!’