খেলাধুলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

শারজাহতে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, টস জিতলে তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন।

ওয়েস্ট ইন্ডিজ তাদের দলে একটি পরিবর্তন এনেছে। চেনেড নেশনের পরিবর্তে একাদশে এসেছেন ম্যান্ডি ম্যান্ডি মাংরু। বাংলাদেশ অবশ্য অপরাজিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

বাংলাদেশের একাদশ: সাথী রানী, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), ঝর্ণা আক্তার, তাজ নেহার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), স্ট্যাফানি টেলর, কিয়ানা জোসেফ, শেমাইনি ক্যাম্পবেল (উইকেটরক্ষক), ডিয়েন্দ্রা ডটিন, চিনেল হেনরি, ম্যান্ডি মাংরু, আলিয়া অ্যালেইন, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার ও কারিশমা রামহারাক।