পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, একসময় নারায়ণগঞ্জে গডফাদার ও সন্ত্রাসের জনপথ ছিল। এখন আর সেই সন্ত্রাসীরা নেই।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা করেন।
আইজিপি বলেন, নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে। একইসঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রমও আবার শুরু হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।