আন্তর্জাতিক

মিল্টনের আঘাতে ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

হারিকেন মিল্টনের আঘাতে ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ তে পৌঁছেছে। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

এর আগের ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টিতে এক জনের মৃত্যুর তথ্য জানানো হয়। সিএনএন-এর হিসাব অনুযায়ী, মিল্টনে নিহতের সংখ্যা কমপক্ষে ১৬ তে পৌঁছেছে।

অরেঞ্জ কাউন্টি শেরিফের অফিস সিএনএনকে জানায়, হারিকেন মিল্টন থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করার সময় দৃশ্যত একটি বিদ্যুতের লাইনে পা রাখার পরে বৃহস্পতিবার ৬০ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক হাজার লোককে দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডাতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার উদ্ধারকর্মী। এছাড়া রাজ্যের প্রায় ২৫ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন এখনো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘মিল্টনের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এতো তাড়াতাড়ি জানা মুশকিল। তবে আমরা জানি যে জীবন রক্ষার ব্যবস্থাগুলো একটি পার্থক্য তৈরি করেছে। গত রাতে ৮০ হাজারেরও বেশি লোক আশ্রয় কেন্দ্রে যাওয়ার আদেশ মেনেছেন। অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলি সাহায্যের জন্য যেকোনো আহ্বানের জন্য প্রস্তুত ছিল এবং অব্যাহত রয়েছে।’