বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাপায় ৬০ বছর বয়সী মানসিক ভারসম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় মারা যান তিনি।
স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন ছোনকা এলাকায় বসবাস করলেও কেউ তার নাম-পরিচয় জানতো না। আজ সকালে মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।