বাংলাদেশিদের সমুদ্রপথে হজ করতে পাঠালে যাতায়াতের খরচ বিমানভাড়ার চেয়ে ৪০ শতাংশ কম হবে বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিআ’ আরাবিয়া দারুন উলুম মাদরাসার ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘জাহাজে হাজিদের পাঠাতে হলে চার্টার শিপ ভাড়া করতে হবে। এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই টাকা যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ঋণ দেয় তাহলে হাজিদের কম খরচে হজে পাঠানো সম্ভব হবে।’
দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গত দুই দিন ধরে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। আমাদের আশা, সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্পন্ন হবে।’
চট্টগ্রামে পূজা অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের কাছে দুই ধরনের তথ্য আসছে। আমরা জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত বক্তব্য পেলে তখন সরকারিভাবে সেস্টমেন্ট দিতে পারব।’