অর্থনীতি

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ অক্টোবর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড।

শনিবার (১২ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ২৫ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.০৪ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১৯ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি ৬৩ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৮১ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ১৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা, গ্রামীণফোনের ১০ কোটি ৯৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮ কোটি ৫ লাখ ৯ লাখ টাকা, টেকনো ড্রাগের ৭ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা এবং ইবনে সিনা ফার্মার ৬ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।