দক্ষিণ লেবাননে জাতিসংঘের আরো এক শান্তিরক্ষী বন্দুকের গুলিতে আহত হয়েছেন। শনিবার লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, এ নিয়ে গত কয়েক দিনে পাঁচ শান্তিরক্ষী আহত হলো।
এক বিবৃতিতে ইউনিফিল বলেছে, শুক্রবার রাতে দক্ষিণাঞ্চলীয় শহর নাকোরার সদর দপ্তরে ‘আশেপাশে চলমান সামরিক তৎপরতার মধ্যে’ আহত হয়েছেন। তবে গুলির উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।
এতে বলা হয়েছে, ‘বুলেটটি অপসারণের জন্য আমাদের নকোরা হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে।’
ইসরায়েলি বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষীদের তাদের অবস্থান ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে শনিবার ইউনিফিলের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সীমান্ত অঞ্চলে থাকার জন্য একটি ‘সর্বসম্মত সিদ্ধান্ত’ হয়েছে।
শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্বীকার করেছে যে তাদের সেনারা একটি ঘটনার জন্য দায়ী ছিল। নাকোরাতে দুই শ্রীলঙ্কার সেনাও আহত হয়েছিল।