পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘ভারতের সঙ্গে কিছু বিষয়ে অস্বস্তি ছিল। সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা চলছে। সু-সম্পর্ক দুই দেশেরই প্রয়োজন রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি ঘটাবে না।’
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের সেবাসংঘ মন্দির পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকেই ইস্যু করতে পারে। সেটি আটকানোর ক্ষমতা আমাদের নেই। তবে, কোনো মামলায় কোর্ট (আদালত) যদি শেখ হাসিনাকে হাজির করতে বলে, তবে সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।’
এসময় অন্যদের মধ্যে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও হিন্দু নেতারা উপস্থিত ছিলেন।