রাঙামাটির কাপ্তাই লেকে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শাস্ত্রীয়ভাবে দুর্গাপূজার বিজয় দশমী হয়েছে গতকাল শনিবার। তবে প্রতীমা বিসর্জন ও সিঁদুর খেলা সম্পন্ন হয়েছে রোববার (১৩ অক্টোবর)।
হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর শরতে কৈলাস ছেড়ে মর্তলোকে আসেন দেবী দুর্গা। তার এই আগমন ও প্রস্থান উপলক্ষে আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলে দুর্গোৎসব। গত ২ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে দেবীদুর্গার আগমনের দিন গণনা শুরু হয়। ৯ অক্টোবর বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গা পূজার পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। ভক্তরা এসময় দেবীর আরাধনা করেন। আজ সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো উৎসবের।
রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করার জন্য রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসারসহ সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’