ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেসকে দক্ষিণ লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনীকে ‘অবিলম্বে’ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার নেতানিয়াহু তার অফিস থেকে জারি করা একটি ভিডিও বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘মহাসচিব ইউনিফিল বাহিনীকে ক্ষতির পথ থেকে সরিয়ে নিন। এটি এখনই করা উচিত, অবিলম্বে।’
লেবাননকে ইসরায়েল ও গোলান হাইটস থেকে বিভক্তকারী সীমানায় ২০০০ সাল থেকে মোতায়েন রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাকুরাতে ইউনিফিলের পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক থেকে গোলা ছোড়া হয়েছিল। ওই সময় টাওয়ার থেকে পড়ে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হয়। এর ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন শান্তিরক্ষী আহত হয়। শুক্রবার ইউনিফিলকে সরে যেতে বলেছিল ইসরায়েল। তবে ইউনিফিল এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।