কক্সবাজারের চকরিয়ায় গুলতাজ বেগম (৬৫) নামে বৃদ্ধাকে হত্যার অভিযোগে মো. আব্দুল্লাহকে (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালীর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত গুলতাজ বেগম (৬৫) নয়াপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী। অভিযুক্ত আব্দুল্লাহ ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমাতলী এলাকার মৃত জাকরিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জিশান শাহরিয়ার জানান, আব্দুল্লাহর সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এ নিয়ে আজ বিকেলে নানি শাশুড়ি গুলতাজ বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় আব্দুল্লাহর। একপর্যায়ে লোহার রড় দিয়ে নানি শাশুড়ির মাথায় আঘাত করেন আব্দুল্লাহ। গুরুত্বর আহত বৃদ্ধাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নাত জামাইকে আটক করা হয়েছে।