নাটোরের গুরুদাসপুরে মামা-ভাগ্নের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ভোররাত ও সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- পৌর সদরের চাঁচকৈড় বাজারপড়া মহল্লার গণেশ সরকারের ছেলে চৈতন্য সরকার (২৫) এবং সুকুমার হালদারের ছেলে কিরণ হালদার (২৯)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়া দশমীর দিন একসঙ্গে মদ পান করেন চৈতন্য ও কিরণ। পরে অসুস্থ হয়ে পড়লে চৈতন্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
ওই দিন দুপুরে চৈতন্যের মরদেহ দাহ করার পর অসুস্থ হয়ে পড়েন তার মামা কিরণ হালদার। তাৎক্ষণিক উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত মদপানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চৈতন্য নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে অতিরিক্ত মদপানের বিষয়টি অস্বীকার করেছেন চৈতন্যের চাচাতো ভাই নরোত্তম সরকার।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, মদপানে মৃত্যুর বিষয়ে অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।