চট্টগ্রামের বহুল পরিচিত রেস্টুরেন্ট সাদিয়া’স কিচেন জামালখান ব্রাঞ্চকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সাদিয়া’স কিচেনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, সাদিয়া’স কিচেনে অভিযানে দেখা যায়, তারা খাবারে অনুমোদনহীন কেমিকেল ব্যবহার করছে। এছাড়া তাদের ফ্রিজে রান্না করা ভাত, চিকেন গ্রিল, বিভিন্ন ধরনের রান্না ও ভাজি করা মুরগির মাংস পাওয়া যায়। এ সব অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ ফয়েজ উল্যাহ।