বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে অনেকেই ফেরত দিতে ভুলে যান। বছরের এমন একটি দিন আছে- যে দিনটি বন্ধুর কাছ থেকে ধার করা টাকা ফেরত দিতে উৎসাহ দেয়, মনে করিয়ে দেয়। আজ সেই দিন। আজ ‘ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড’ বা ‘বন্ধুকে টাকা ফেরতের দিন’। প্রতি বছর ১৭ অক্টোবর দিনটি পালিত হয়।
ব্যাংক অব আমেরিকা মুনাফা লাভের একটি পদ্ধতি হিসেবে এই দিবস উদযাপন শুরু করেছিল। তাদের পরিকল্পনা সফল হয়েছে। আমেরিকায় এই দিনে টাকা পাঠানোর একাধিক অনলাইন অ্যাপে হাজার হাজার ডলার বিনিময় হয়।
শুধুমাত্র ধারের টাকা শোধ না করায় অনেক বন্ধুত্ব শেষ হয়ে যায়। অথবা বন্ধুত্ব পরিণত হয় শত্রুতায়। আজকের এই দিনে বন্ধুর টাকা ফেরত দিন। বন্ধুত্ব ভালো রাখুন। প্রয়োজনে যে আপনাকে টাকা দিয়েছিল, তাকে টাকা ফেরত না দেওয়া কোনো কাজের কথা নয়। শুধুমাত্র কয়েকটি টাকা যেন বন্ধুত্বে ফাটল ধরাতে না পারে সেদিকে খেয়াল রাখুন।