আন্তর্জাতিক

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক বন্যা

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পর শুক্রবার ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফ্রান্সের আবহাওয়া কর্তৃপক্ষ মেটিও ফ্রান্স বৃহস্পতিবার লিয়ন শহরের দক্ষিণে ছয়টি বিভাগকে লাল বন্যা সতর্কতা জারি করেছে। শুক্রবার সতর্কতাটি ‘কমলা’-এ নামিয়ে আনা হয়েছে।

রিবেশ মন্ত্রী অ্যাগনেস প্যানিয়ার-রানাচার বিএফএম টিভিকে বলেছেন, ‘আর্দেচে অঞ্চলের নির্দিষ্ট কিছু জায়গায় ৪৮ ঘন্টায় ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। প্যারিসে এটি এক বছরেরও বেশি বৃষ্টিপাত, তাই এটি ব্যাপক বৃষ্টিপাত।’

ফরাসি টেলিভিশন চ্যানেলগুলোতে গাড়ি, ট্র্যাফিক সাইন এবং গবাদি পশুকে বন্যায় ভেসে যাওয়ার দৃশ্য দেখা গেছে। লিয়নের কাছে একটি মহাসড়ক পুরোপুরি প্লাবিত হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এক হাজার ৫-- অতিরিক্ত অগ্নিনির্বাপক কর্মী পাঠানো হয়েছে।