সরকার নির্ধারিত দামের চেয়েও প্রতি লিটারে ৩ টাকা ৪৩ পয়সা কমে ৫৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটার সয়াবিনের সরকারি দাম ১৬১.৩৩ টাকা আর সরবরাহকারী সংস্থা সরকারের কাছে বিক্রি করবে ১৫৭.৯০ টাকা। ৫৫ হাজার লিটার সয়াবিন তেল কেনায় ব্যয় হবে ৮৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। সিটি এডিবল অয়েল লিমিটেড ২ লিটারের পেট বোতলে এই সয়াবিন তেল সরবরাহ করবে।
সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ লাখ লিটার সয়াবিন তেল কেনার লক্ষমাত্রা রয়েছে। এ পর্যন্ত ৫ লাখ ৭৮ হাজার লিটার ক্রয় চুক্তি হয়েছে। বাকি সয়াবিন তেল কেনার প্রক্রিয়ায় স্থানীয়ভাবে ৫৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মোট চাহিদার প্রেক্ষিতে দেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে সিসিবির পণ্য বিক্রির লক্ষ্যে এই সয়াবিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়ভাবে ৫৫ হাজার লিটার সয়াবিন তেল ক্রয়ের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে গত ২২ সেপ্টেম্বর দুটি সংবাদপত্র এবং টিসিবি ও বিপিপিএ এর ওয়েবসাইটে দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এতে সিটিএডিবল ওয়েল লিমিটেড ২লিটারের পেট বোতলে ৫৫ হাজার লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১৫৭.৯০ টাকায় সরবরাহ করার ইচ্ছে প্রকাশ করে।
অন্যদিকে, বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড প্রতি লিটার ১৬৩.২৫ টাকা এবং সোনারগাঁও সীডস ক্রাশিং মিলস লিমিটেড প্রতি লিটার ১৭২.৮৫ টাকা দর উল্লেখ করে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি-১৬ (৫ক) অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ১৬১.৩৩ টাকা।
সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটির দরপত্র বাছাইয়ে সোনারগাঁও সীডস ক্রাশিং মিলস লিমিটেডের দরপত্রটি ননরেসপন্সিভ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে সিটি এডিবল অয়েল লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড এর দরপত্র দুটি রেসপন্সিভ হিসেবে বিবেচিত হয়। মূল্যায়ন কমিটি কর্তৃক রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে দরপত্রে প্রস্তাবিত ৫৫ হাজার লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে প্রতি লিটার অগ্রিম আয়কর, প্রযোজ্য মূসক ও টিসিবির গুদামগুলোতে পরিবহন খরচসহ ১৫৭.৯০ টাকা দরে মোট ৮৬,৮৪,৫০,০০০ টাকা মূল্যে ক্রয়ের সুপারিশ করে। সে প্রেক্ষিতে দেখা যায়, রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা কর্তৃক প্রস্তাবিত প্রতি লিটার সয়াবিন তেলের দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে ৩.৪৩ টাকা কম। রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা সিটি অয়েল লিমিটেড এর প্রস্তাবিত দর প্রতি লিটার অগ্রিম আয়কর, প্রযোজ্য মূসক ও সিটিবির গুদামগুলোতে পরিবহনসহ ১৫৭.৯০ টাকা থেকে ১ শতাংশ অগ্রিম আয়কর বাবদ ১.৫৭৯ টাকা ও পরিবহন খরচ বাবদ ২ টাকা বাদ দিয়ে প্রকৃত মূল্য দাঁড়ায় ১৫৪.৩২১ টাকা।
উল্লেখ্য, টিসিবির বাজার তথ্য অনুযায়ী গত ৮ অক্টোবর তারিখে স্থানীয় বাজারে সয়াবিন তেলের প্রতি লিটার গত খুচরা মূল্য ১৬৭.৫০ টাকা যা থেকে প্রস্তাবিত দর প্রতি লিটারে ৯.৬০ টাকা কম।
সূত্র জানায়, সার্বিক বিষয় বিবেচনা করে ৫৫ হাজার লিটার সয়াবিন তেল সরবরাহ করতে সর্ব নিম্ন দরদাতা সিটি অয়েল মিল লিমিটেডের নাম সুপারিশ করেছে। প্রতি লিটার সয়াবিন তেল ১৫৭.৯০ টাকা দরে ৫৫ হাজার লিটার সয়াবিন ক্রয়ে ব্যয় হবে ৮৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।