বিনোদন

শিবপ্রসাদ বাংলাদেশের মানুষকে যে প্রশ্নটি করতে চান

টলিউডের গুণী চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পারিবারিক আবহে চলচ্চিত্র নির্মাণ করেন ঠিকই কিন্তু বড় বড় প্রশ্ন নিয়ে হাজির হন। প্রাক্তন, বেলাশেষে, পোস্ত ও হামি’র মতো সুপারহিট চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। বহুরূপী সিনেমায় কৌশানীর সঙ্গে জুটি বেধে নতুনভাবে আলোচনায় এসেছেন শিবপ্রসাদ। বাংলা ভাষাকে আরও বেশি প্রাধান্য দেওয়া গেলে, এই ভাষা নিয়ে আরও বেশি গর্ব করা হলে বাংলা চলচ্চিত্র আরও বেশি এগিয়ে যেতে পারতো বলে মনে করেন শিবপ্রসাদ। অকপটে এই নির্মাতা স্বীকার করেন, পশ্চিমবঙ্গে একটি বাংলা সিনেমা বক্স অফিসে গড়ে ৮ থেকে ১০ কোটি কালেকশন বা ব্যবসা করে। 

সম্প্রতি স্থানীয় একটি গণমাধ্যমে বাংলা চলচ্চিত্র কত টাকা আয় করে প্রশ্ন করা হলে এই উত্তর দেন শিবপ্রসাদ। উপস্থাপক এ সময় বাংলাদেশের অবস্থা তুলে ধরেন এবং সন্তোষ প্রকাশ করেন। উপস্থাপককে থামিয়ে দিয়ে শিবপ্রসাদ বলেন, ‘বাংলাদেশের মানুষ এমন একটি জাতি যারা বাংলা ভাষার ওপর দাঁড়িয়ে আছে। সেখানেতো আমার ধারণা এক একটি চলচ্চিত্রের কালেকশন ১০০কোটি হওয়া উচিৎ। কিন্তু প্রকৃত চিত্র তা নয়। বাংলাদেশেতো অত থিয়েটারই (সিনেমাহল) নেই । এটাই সত্যি কথা। আমারতো মনে হয় তাদেরকে বাংলা চলচ্চিত্র নিয়ে আরও বেশি ভাবনা ভাবা উচিত।’

নিজের অভিজ্ঞতা শেয়ার করে এই নির্মাতা বলেন, ‘ছবি প্রতি আমরা আট কোটি থেকে দশ কোটি কালেকশন করছি। আমরা এখান থেকে যখন কোনো ছবি বাংলাদেশে রিলিজ করতে যাই, বাংলাদেশে পরিবেশকরা বলেন, আমাদের এখানে ছবি চলে না। সেই কারণে আপনার কালেকশন খুব কম হবে, সেটা আগে থেকেই বলে দেয় আমায়।’

ওই সাক্ষাৎকারে শিবপ্রসাদ একটি প্রশ্ন করেন, ‘আমি বাংলাদেশের মানুষদের কাছে জানতে চাই তাদের সিনেমার কালেকশন কী রকম হয়?’

উল্লেখ্য, শাকিব খান অভিনীত তুফান চলচ্চিত্রটি বাংলাদেশে মাত্র ১০দিনে প্রায় ২৫ কোটি টাকা কালেকশন করার রেকর্ড গড়েছে। তবে সমসাময়িক অনেক সিনেমা এই অঙ্কের ধারে কাছেও যেতে পারেনি।