ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চম্পকনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শহিদুল ইসলাম বলেন, বিজয়নগরে নাশকতা ও ভাঙচুর করার ঘটনায় রাষ্টু মিয়া নামে এক ব্যক্তি গত ২৬ আগস্ট বাদী হয়ে মামলা করেন। এই মামলায় চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে মামলাটি হয়। এ মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১৬৮ জনকে আসামি করা হয়।