আগামী এক মাস ভারতের মুম্বাইয়ে অবস্থান করবেন ঢালিউড কিং শাকিব খান। এ সফরে তার সঙ্গী হয়েছেন ‘প্রিয়তমা’খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। ভারতীয় একটি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা আপাতত মুক্তির অপেক্ষায়। এরই মাঝে তিনি শুরু করলেন ‘বরবাদ’ সিনেমার শুটিং। এ কারণে মঙ্গলবার (২২ অক্টোবর) মুম্বাইয়ে পৌঁছেছেন শাকিব খান। আগামী ২৪ অক্টোবর সেখানে শুরু হবে তার অংশের শুটিং। আগামী এক মাস মুম্বাইয়ে অবস্থান করবেন এই নায়ক। বুধবার থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী।
‘বরবাদ’ সিনেমা পরিচালনা করছেন বাংলাদেশের মেহেদী হাসান হৃদয়। এ পরিচালক বলেন, ‘বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ঘরানার সিনেমা দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবেন না।’
সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা ‘বরবাদ’।