বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহম্মেদ জয়কে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমাবর দুপুর দুইটার দিকে গৌরনদী পৌরসভার টরকী বন্দর হাইস্কুল রোডে তার ওপর হামলা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত জামিল আহম্মেদ জয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের ছেলে।
জয়নাল আবেদীন বলেন, ‘আমার ভাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রাজু আহম্মেদ হারুনকে গ্রেপ্তার করা হলে গত ৫ অক্টোবর আমি ঢাকায় চলে আসি। এরপর থেকে আমার ছেলে জামিল আহম্মেদ জয় টরকী বন্দর হাইস্কুল রোড এলাকায় আমার ওষুধের দোকানে বসতে শুরু করে। গতকাল সোমবার দুপুরে ওষুধের দোকান বন্ধ করে খাবার খেতে সে বাসায় যাচ্ছিল। এসময় যুবদল কর্মী রিন্টু মিয়ার নেতৃত্বে ১০/১২ জন ব্যক্তি হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে জামিল আহম্মেদ জয় আত্মগোপনে চিকিৎসা নিচ্ছে।’
অভিযুক্ত রিন্টু মিয়া বলেন, ‘হামলার সঙ্গে আমি জড়িত না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হাওলাদার বলেন, ‘রিন্টু মিয়া যুবদলের কেউ না। তিনি (রিন্টু) আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ও বিএনপির সময় বিএনপিকে সমর্থন করেন।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’