বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ পুলিশ প্রটোকল পাওয়ার যোগ্য নয় বলে মন্তব্য করছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ’র কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি। দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা ‘সারজিস তুই আসিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘রংপুরের মাটি, জাতীয় পার্টির ঘাঁটি’ বলে নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে, আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জরুরি সভা করেছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, ‘জাতীয় পার্টির বিপরীতে আমাদের কোনো মন্তব্য নেই। শনিবারের প্রোগ্রাম নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা সেটি সবাইকে জানিয়ে দেব।’
রংপুর নগরীতে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘শুনেছি, ছাত্র আন্দোলনের দুই কথিত সমন্বয়ক আগামীকাল (শনিবার) পুলিশ প্রটেকশনে রংপুরে আসবেন। এর আগে, আমরা রংপুরে এই দুই সমন্বয়কে অবাঞ্চিত ঘোষণা করেছিলাম। এখন শুনছি, পুলিশের সঙ্গে তারা আসবেন। সারজিস ও হাসনাত এত বড় ভিআইপি হননি যে, তাদের পুলিশ প্রটোকলের মাধ্যমে রংপুরে আসতে হবে।’
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবো। তবে, জাতীয় পার্টির পূর্বের ঘোষণা অনুযায়ী, রংপুরে অবাঞ্চিত করা দুই নেতা (সমন্বয়ক) যদি প্রকাশ্যে কোনো সমাবেশ করেন, তাহলে প্রতিহত করা হবে।’
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির বলেন, ‘জাতীয় পার্টি কথিত এই দুই সমন্বয়ককে অবাঞ্চিত ঘোষণা করেছে। এরপরেও পুলিশ প্রধান তাদের রংপুরে আনছেন। তাদের এনে রংপুর জাতীয় পার্টিকে প্রশাসনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থা তৈরি করছেন।’
তিনি প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিত আলী বলেন, সার্বিক বিষয়ে আমরা নজর রাখছি।
প্রসঙ্গত, শনিবার সকাল ১১টায় আইজিপি ময়নুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে যাবেন। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর পুলিশ লাইন্স স্কুল হলরুমে সুধি সমাবেশ করবেন। সেখানে দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ থাকার কথা রয়েছে।