গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি’র ব্যানার ও ফেস্টুন ছিড়ে আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি সালিশের মাধ্যমে মীমাংশা করছে বিএনপি।
শুক্রবার (২৫ অক্টোবর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনে।
জানাগেছে, বৃহস্পতিবার রাতে আমতলী ইউনিয়ন পরিষদের সামনে টানানো বিএনপি’র ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলে আমতলী গ্রামের নুর ইসলামের ছেলে মুনিম ইসলাম (১৭), লিটু খানের ছেলে সিয়াম খান (১৭) ও মনির মিয়ার ছেলে রনি মিয়া (১১)। পরে সেই ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, ‘যারা এ কাজটি করছে তারা সাবালক নয়। ফলে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করা হচ্ছে। ইতোমধ্যে ওইসব অভিযুক্তদের পরিবার পাঁচটি ব্যানার লাগিয়ে দিয়েছে। গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টির সমাধান না হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’