খেলাধুলা

ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে দারুণ খেলা উপহার দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভুটানের জালে গোল বন্যা বইয়ে দিয়েছেন সাবিনা খাতুন-তহুরা খাতুনরা। প্রথমার্ধ শেষে ৫-১ গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন তহুরা খাতুন ও সাবিনা খাতুন। একটি গোল করেছেন ঋতুপর্না চাকমা। বিরতির আগে ৪১তম মিনিটে একটি গোল শোধ করেন ভূটানের দেকি লাহজম।

রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিয়ে খেলতে বাংলাদেশ। শুরুতেই এগিয়ে যায় তারা। ষষ্ঠ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্না। বল নিয়ে ভুটানের বক্সের দিকে এগিয়ে গিয়ে তহুরা পাস দেন বামপ্রান্ত ধরে ছুটে আসা ঋতুপর্নাকে। কয়েক কদম এগিয়ে বামপায়ের জোরালো শটে চোখ জুড়ানো গোলটি করেন ঋতু। 

গোল পেয়ে উজ্জীবিত হয়ে খেলতে থাকে বাংলাদেশ। বল নিজেদের পায়ে রেখে একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণ ব্যতিব্যস্ত করে তোলেন সাবিনা-তহুরারা। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় গোলটিও আদায় করে নেয় বাংলাদেশ। এবার দৃশ্যপটে তহুরা। মারিয়া মান্ডা ডানপাশ থেকে পাস দেন তহুরাকে। ড্রিবলিংয়ের জাদু দেখিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তহুরা।

বাংলাদেশ তৃতীয় গোলটি আদায় করে নেয় ম্যাচের ২৫তম মিনিটে। এবার গোলটি করেন অধিনায়ক সাবিনা। তার গোলেও সহায়তা করেন মারিয়া। মাঝমাঠ থেকে বল নিয়ে একক নৈপুণ্যে ভুটানের বক্সের ডান দিক ধরে এগিয়ে সাবিনাকে পাস দেন এই উইঙ্গার। ঠান্ডা মাথায় দলকে ৩-০ গোলে এগিয়ে নেন সাবিনা।

তিন গোলে এগিয়ে গোলের নেশায় মত্ত হয়ে ওঠে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ৩৪তম মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন তহুরা। মাঝমাঠ থেকে এক সতীর্থের উঁচু করে বাড়ানো বল পেয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে ডান পাশ থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই স্ট্রাইকার।

দুই মিনিট পর আবারও স্কোরারের তালিকায় নাম লেখান সাবিনা। গোলরক্ষক রূপনা চাকমার লং শটে হেডে মাথা ছুঁইয়ে মাঝমাঠ থেকে বলের দিক পরিবর্তন করে দেন একজন। সেখান থেকেই বল পেয়ে ঝলক দেখান বাংলাদেশের অধিনায়ক। ড্রিবলিংয়ের জাদু দেখিয়ে বল নিয়ে ঢুকে পড়েন ভুটানের বক্সে। এরপর এগিয়ে আসা গোলরক্ষককে পাশ কাটিয়ে দলকে এনে দেন পাঁচ গোলের লিড।