রাত পোহালেই শুরু টেস্ট। তখনো আলোচনার কেন্দ্রে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া না ছাড়ার বিষয়টি। এর মধ্যে হঠাৎ দলে আসে এক পরিবর্তন। অনুশীলনে কনকাশন হয়ে ছিটকে যান জাকের আলী অনিক, তাতে কপাল খোলে মাহিদুল ইসলাম অঙ্কনের।
মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় অঙ্কনের। তাকে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টের ক্যাপ তুলে দেন মুমিনুল হক। বাংলাদেশের ১০৬তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের।
অঙ্কন ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। ঢাকা বিভাগকে দিচ্ছিলেন নেতৃত্ব, প্রথম রাউন্ডে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি (১১৮)। দ্বিতীয় রাউন্ড শেষের আগেই এলো ‘ন্যাশনাল ডিউটি’র সুখবর। সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে আসেন, যোগ দেন টিম হোটেলে, সকালেই পান টেস্ট ক্যাপ।
অসুস্থতার কারণে লিটন দাস না থাকায় অঙ্কনকে সামলাতে হচ্ছে উইকেটের পেছনের গুরুদায়িত্ব। প্রথম টেস্টেই বড় প্রতিপক্ষ, বড় চাপ। ছয় বছর ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা অঙ্কনের জন্য অবশ্য এটি বাড়তি চাপ না হওয়ায় কথা। তবুও প্রথম বলে কথা।
৪৩টি প্রথম শ্রেণীর ক্রিকেটে অঙ্কন ৩০.৬৯ গড়ে ৪ হাজার ১৯ রান করেছেন। সেঞ্চুরি ৩টি, হাফসেঞ্চুরি ৮টি। এ ছাড়া ৮৩টি লিস্ট এ ক্রিকেটে ৪২.৫৫ গড়ে করেছেন ২ হাজার ৮৫১ রান। এখানে সেঞ্চুরি ৩টি হাফ-সেঞ্চুরি ২৫টি।
তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের জার্সিতে অঙ্কনের অভিষেকের অপেক্ষার প্রহর ফুরালো টেস্ট ক্যাপ দিয়ে। এবার তার সাদা পোশাকে রাঙানোর পালা!