বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। তাদের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে রয়েছেন তারা। গত মে মাসের শেষে হঠাৎ খবর চাউর হয়, ভেঙে গেছে মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক।
মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক ভাঙনের খবর প্রকাশের কয়েক দিন পর মালাইকার ম্যানেজার তা প্রত্যাখান করেন। কিন্তু বিষয়টি নিয়ে আর টুঁ শব্দ করেননি মালাইকা কিংবা অর্জুন। এবার বিচ্ছেদের কথা নিজ মুখেই স্বীকার করলেন অর্জুন কাপুর।
অজয় দেবগন অভিনীত ‘সিংহম এগেন’ সিনেমার প্রচার উপলক্ষে গতকাল মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অজয় দেবগন, টাইগার শ্রফের সঙ্গে অনুষ্ঠানটিতে যোগ দেন অর্জুন কাপুরও। এ সময় মিডিয়ার সঙ্গে কথা বলেন অর্জুন।
এই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে অর্জুন কাপুর বলেন, ‘আমি এখন সিঙ্গেল, রিল্যাক্স।’ তবে এর চেয়ে বেশি কিছু জানাননি অর্জুন কাপুর।
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।
২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়। তারা দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে