সারা বাংলা

২ বছর পর রূপপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেন

নির্মাণের ২ বছর পর প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন গেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর রেলওয়ে স্টেশনে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) রাজশাহীস্থ বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে একটি কমিউটার ট্রেন রাজশাহী থেকে রূপপুর যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রূপপুর স্টেশন উদ্বোধনের দুই বছর হয়ে গেলেও কোনো ট্রেন সেখানে যায়নি। এবারই প্রথম রূপপুর স্টেশনে যাত্রী নিয়ে যায় একটি ট্রেন। পরে ট্রেনটি রাজশাহীতে ফিরে গেছে। মূলত শিক্ষার্থীদের শিক্ষা সফর করানোর জন্য রেলওয়ের নিকট আবেদন করে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এই কমিউটার টেন রিজার্ভেশন দিয়ে রূপপুর স্টেশন পর্যন্ত একদিনের জন্য চলাচলের অনুমতি দেয় রেল কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, ‘শিক্ষা সফর ও বনভোজনের জন্য আটটি বগিসহ ট্রেন রিজার্ভ করা হয়েছিল।  রাজশাহী থেকে রূপপুর রেল স্টেশনে এসে সফলভাবে রাতে ফিরে যায় ট্রেনটি।’

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র আরাফাত হোসেন বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ট্রেনে করে রূপপুর আসেন। ট্রেন যাত্রায় আমরা খুব আনন্দ করেছি।’

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, ‘ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে রাজশাহী হয়ে রহনপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর কমিউটার ট্রেনটি সপ্তাহের প্রতি সোমবার চলাচল বন্ধ থাকে। বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহীর শিক্ষার্থীদের নিয়ে রূপপুরে শিক্ষা সফরের জন্য বন্ধের দিন ট্রেনটি ভাড়ায় বরাদ্দ নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি আবেদন করেছিল। রেল কর্তৃপক্ষ তা অনুমোদন দেয়। ট্রেনটি রাজশাহী থেকে রূপপুরে হয়ে আবার ফিরে আসে।’