হলিউড তারকা এবং ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আরনল্ড শোয়ার্জনেগার মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। এর ফলে তিনিই হচ্ছেন রিপাবলিকান পার্টির সর্বশেষ হাই-প্রোফাইল যিনি কমলার প্রতি সমর্থন জানালেন।
বুধবার এক্স-এ এক পোস্টে শোয়ার্জনেগার ‘আমেরিকান ইতিহাসের ট্রাম্প অধ্যায়’ বন্ধ করে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
কমলাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে শোয়ার্জনেগার দীর্ঘ ব্যাখ্যায় লিখেছেন, ‘একজন প্রার্থী যিনি তার পক্ষে না গেলে আপনার ভোটকে সম্মান করবেন না, একজন প্রার্থী তিনি তার অনুগামীদের ক্যাপিটলে হামলার জন্য পাঠিয়ে হাতে একটি ডায়েট কোক নিয়ে তা দেখছিলেন, এমন একজন প্রার্থী যিনি কোনো নীতি পাস করার জন্য কাজ করার ক্ষমতা দেখাননি। কর হ্রাস তার দাতাদের এবং আমার মতো অন্যান্য ধনী ব্যক্তিদের সাহায্য করেছিল কিন্তু অন্য কারো উপকার হয়নি, একজন প্রার্থী যিনি মনে করেন যেসব আমেরিকান তার সাথে একমত নন তারা চীন, রাশিয়া বা উত্তর কোরিয়ার চেয়ে বড় শত্রু - যা আমাদের সমস্যার সমাধান করবে না।’
হলিউডের এই তারকা আরো লিখেছেন, ‘এটি ষাঁড়ের জন্য আরো চার বছর হবে, যেখানে কোনো ফলাফলই আসবে না, যা আমাদের রাগান্বিত ও ক্ষুব্ধ, আরো বিভক্ত এবং আরো বিদ্বেষী করে তুলবে।’
এর আগে রিপাবলিকান পার্টির বেশ কয়েক জন নেতার সমর্থন পেয়েছেন হ্যারিস। এদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও তার মেয়ে, সাবেক কংগ্রেসওম্যান লিজ চেনি, ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ ও জর্জ ডব্লিউ বুশের প্রায় ২০০ কর্মী পাশাপাশি এবং জর্জ ডব্লিউ বুশের মেয়ে বারবারা রয়েছেন।