জাতীয়

লেবানন থেকে আজ ফিরছেন আরও ৫২ বাংলাদেশি

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছেন ৫২ বাংলাদেশি। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র  সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে এসব বাংলাদেশি দেশে ফিরছেন।

দূতাবাস জানায়, ষষ্ঠ দফায় বৃহস্পতিবার ৫২ বাংলাদেশি নাগরিক বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওনা হবেন। তাদের ওইদিন বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে রওনা হ‌য়ে রা‌তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা রয়েছে।

এদিকে, বুধবার (৩০ অক্টোবর) সকালে ফেরেন ৩৬ জন প্রবাসী বাংলাদেশি। এ পর্যন্ত মোট ২১৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

আইওএম’র পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার  টাকা হাতখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে।