নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল।
নারী দল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দের বন্যা বইছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তির জেলা সাতক্ষীরায়।
ফাইনালে গোল পাননি সাবিনা, তবে গোল করিয়েছেন। কোনো না কোনোভাবে দলে জয়ে অবদান থাকেই সাবিনার। সাবিনা খাতুন, আবারও তিনি নেতৃত্ব দিলের সামনে থেকে। জিতেছিলেন প্রথম সাফ চ্যাম্পিয়নশিপও। আবারও হিমালয়ের পাদদেশে উড়লো বাংলাদেশের পতাকা।
আরও একবার সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরলো বাংলাদেশের মেয়েরা। অক্ষুণ্ন রাখলো শিরোপা। আর সেই নেপালকে হারিয়ে গৌরবে গৌরবান্বিত সাবিনার পরিবারসহ ফুটবলের সঙ্গে সংশ্লিষ্টরা।
অপরদিকে, সাফ নারী ফুটবল দলের অপর দুই খেলোয়াড় মাসুরা ও প্রান্তির বাড়িতেও চলছে জয়ের উৎসব আমেজ। নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতাই অপরিসীম আনন্দ উপভোগ করছেন তারা।
সাবিনা ও মাসুরার মত খেলোয়াড়রা সাতক্ষীরার মাটি থেকে আজ আন্তর্জাতিক পর্যায়ে শক্ত জায়গা করে নিয়েছে। তাদের এ সফলতার ধারা অব্যাহত থাকবে- এমন প্রত্যাশা করেন জেলার ক্রীড়া সংগঠকরা।
দেশের নারী ফুটবল এক নতুন জাগরণের সুর উঠেছে। এই সুরেই একদিন বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা।