খেলাধুলা

ওয়াসিংটনের ৫ নো বল, প্লেট ছুঁড়ে রাগ ঝারলেন গাভাস্কার

মুম্বাই টেস্টের প্রথম দিন ভারত ও নিউ জিল্যান্ডের খেলায় উত্তাপ ছড়িয়েছে বেশ ভালো। ভারতের দুই স্পিনার ওয়াসিংটন সুন্দর ও রবীন্দ্রর জাদেজা ৯ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে আটকে দেয় ২৩৫ রানে। জবাবে ভারতও ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে।

১৪ উইকেট পড়ার দিনে ওয়াসিংটন সুন্দর আলাদা করে নজর করেছেন। বল হাতে ৪ উইকেট নিয়ে নয়, বোলিংয়ের সময় ৫ নো বল করে! ভারতের সাবেক অধিনায়ক ও ধারভাষ্যকার সুনীল গাভাস্কারকে স্রেফ হতাশ করেছেন এই অফস্পিনার। ভারতের সাবেক খেলোয়াড়, কোচ ও ধারভাষ্যকার রবী শাস্ত্রী জানিয়েছেন, ওয়াসিংটনের ওপর ক্ষিপ্ত হয়ে লাঞ্চ প্লেট দেয়ালে ছুঁড়ে মেরেছিলেন গাভাস্কার। স্পিনার হয়েও ৫ নো বল করার কোনো কারণ খুঁজে পান না গাভাস্কার। খেলার মাঝে বিরতিতে শাস্ত্রী বলেছেন, ‘সুনীল গাভাস্কার আমার সঙ্গেই লাঞ্চে ছিলেন। দেয়ালে সে প্লেটটা ছুঁড়ে মারল! ভাগ্য ভালো সে (গাভাস্কার) স্লিপে ফিল্ডিং করছিল না। নয়তো ওয়াসিংটন সোজা ওয়াসিংটন ডিসিতে পৌঁছে যেত।’

টেস্ট ম্যাচে স্পিনারদের নো বলের ঘটনা একেবারেই ব্যতিক্রম। সেখানে ওয়াসিংটন এক ইনিংসেই ৫ নো বল করে আলোড়ন সৃষ্টি করেছেন। শাস্ত্রীর সঙ্গে আলাপচারিতায় নিউ জিল্যান্ডের সাবেক খেলোয়াড় ইয়ান স্মিথ বলেন, ‘আরেকটি নো বল! কিভাবে সম্ভব? সানী জি (সুনীল গাভাস্কার) কোথায়? আমি নিশ্চিত মাইক হাতে সে বোলারের পেছনে দৌড় দিয়েছে।’

ইয়ান স্মিথের কথার উত্তরে সুনীল গাভাস্কারও মজা করা শুরু করেন, ‘চিন্তা করো না। আমি রানিং জুতা পড়েই আছি। তবে সত্যি বলতে, এটার দিকে নজর দেওয়া উচিত। পেস বোলার হলে এটা মেনে নেওয়া যায়। শরীরের ছন্দের কারণে মাঝে মধ্যে পা একটু বাইরে যেতে পারে। কিন্তু স্পিনারদের?  খেলোয়াড়দের প্রায় বলতে শুনি, কিছু বিষয় নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু যেই বিষয়টা…এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। বরং সতর্ক করা উচিত।’

প্রথম দিন প্রথম ইনিংসে ওয়াসিংটন ৫ নো বল করলেও দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১০ ওভার হাত ঘুরালেও কোনো নো বল করেননি এই অফ স্পিনার।