সারা বাংলা

রমেক কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ডা. মাহফুজকে ভাইস প্রিন্সিপাল থেকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার প্রতিবাদে পঞ্চম দিনের মতো আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে দাবি আদায় না হলে রমেক হাসপাতাল কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি দেওয়া হয়। 

রোববার (৩ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আন্দোলন করেন তারা।

আওয়ামী সরকারের দোসর আখ্যা দিয়ে ডা. মাহফুজকে দ্রুত পদত্যাগের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। অন্যথায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, “বিগত সরকারের সময়ে ডা. মাহফুজ আওয়ামী লীগের দোসর হিসেবে নানাভাবে কার্যক্রম করেছেন। ছাত্র জনতার বিপ্লবের পর এমন দোসরকে কীভাবে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করা হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না। তাই দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করে ডা. মাহফুজকে অধ্যক্ষ পদ থেকে অপসরণের দাবি জানাচ্ছি।

‘একই সাথে আগামী দুই কর্ম দিবসের মধ্যে তাকে পদত্যাগ করা না হলে দুই ঘণ্টা করে একাডেমিক ও প্রশাসনিক কর্ম বিরতি পালন করা হবে। এছাড়াও দাবি আদায় না হলে আগামী বুধবার থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সমস্ত সেবার কমপ্লিট শাটডাউন দেওয়া হবে।”

এদিকে, রংপুর মেডিক্যাল কলেজের সদ্য দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষের নামে সকল স্বড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলনে সরব হয়েছে নাগরিক সমাজ। নতুন দায়িত্ব পাওয়া অধ্যক্ষকে দায়িত্বভার গ্রহণ করে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করার পরিবেশের দাবি জানিয়ে রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

রংপুর নাগরিক সমাজ ও রমেকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীর কর্মচারীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন রংপুরের বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি ও বেসরকারি ইনস্টিটিউটের নার্সিং শিক্ষার্থীরা।

নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজের দায়িত্বভার গ্রহণ করে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করার দাবি তোলেন আন্দোলনকারীরা। একই সাথে ডা. মাহফুজের নামে মিথ্যা অভিযোগকারীদেরও আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা। 

মানববন্ধনের বক্তারা বলেন, ‘বিগত সরকারের দোসরা নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে। মাহফুজার রহমান তার যোগ্যতার ফলে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসরা সুবিধা নিতে পারবে না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাকে সরানোর পাঁয়তারা করছে। 

মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। 

মানববন্ধন সচেতন রংপুরবাসীর পক্ষে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। 

এতে বক্তব্য রাখেন, হাজী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী আকবর বাদল, সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাঈদ, মিস্ত্রিপাড়া মসজিদের সাবেক ইমাম জনাব জয়নাল আবেদিন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পান ডা. মাহফুজার রহমান। এরপর দিনই বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ করা হয়। এদিন অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। নব নিযুক্ত অধ্যক্ষ এখনও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করতে পারেননি।