খেলাধুলা

আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের

আঙুলে চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আর খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। বুধবার (০৬ নভেম্বর) প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পান মুশফিক। ফলে শেষ দুই ওয়ানডে তার খেলা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে।

উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পান মুশফিক। আফগানিস্তানের ইনিংসের একবারে শেষ দিকে ঘটনা ঘটে। প্রাথমিক শুশ্রূষা করে পরে বাকি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞ এই ব্যাটসম্যান সাত নম্বরে ব্যাটিং করতে আসেন। তখনই উঠে প্রশ্ন। ব্যাটিংয়ে অবশ্য ভালো করেননি। ৩ বলে ১ রান করে গজনফারের ক্যারম বল মিস করে স্ট্যাম্পড হন। ম্যাচ শেষে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে এক্স-রে রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়ে।

দলের সঙ্গে থাকা ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে, উইকেট কিপিং করতে গিয়ে বাম তর্জনীর ডগায় চোট পান মুশফিক। ম্যাচের পরে একটি এক্স-রেতে নিশ্চিত হওয়া গেছে, ডিআইপি জয়েন্টের কাছে তার বাম তর্জনীতে একটি চিড় ধরা পড়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এজন্য দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলা হবে না। তার অবস্থা এবং রিকোভারি সময় সম্পর্কে আপডেট যথাসময়ে সরবরাহ করা হবে।’

৯২ রানে প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ। মাত্র ২৩ রানে ৮ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েন মুশফিক, মাহমুদউল্লাহ, শান্তরা। মুশফিক ও মাহমুদউল্লাহ এই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দেওয়া এই দুই ক্রিকেটার পারেননি দলকে উদ্ধার করতে। মুশফিকের পরিবর্তে কাউকে দলের সঙ্গে যুক্ত করবে না টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে থাকা আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী তার জায়গায় খেলবেন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি ওয়ানডে খেলবে। মুশফিকের আঙুলে চিড় ধরা পড়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরও অনিশ্চয়তায় পড়ে গেল।  আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট, ৩০ নভেম্বর হবে দ্বিতীয় টেস্ট। ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর।