ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি সোনার বারসহ রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার (৯ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. আনিস জামানের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের গোয়েন্দা তথ্যে কাকডাঙ্গা বিওপির নায়েক মো.হরমুজের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে গোয়াল চত্তর বাজার এলাকা রাশেদুল ইসলামকে আটক করা হয়। এসময় রাশেদুল ভ্যানগাড়ি নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করছিলো। পরে তার কোমরে গামছায় পেঁচানো ৬টি সোনার বার ও একটি মোবাইল পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার বারের ওজন এক কেজি ১০৩ গ্রাম ১৫০ মিলিগ্রাম। এর বাজার মূল্য প্রায় এক কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে সাতক্ষীরা কলারোয়া থানায় মামলা দায়ের করে সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।