সারা বাংলা

গাইবান্ধায় পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা

গাইবান্ধায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্ব শহরের পুরাতন বাজার ও হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উভয় বাজারের কয়েকটি দোকানে প্রায় ১০ কেজি পলিথিন জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে পলিথিন ব্যবহার থেকে ব্যবসায়ী এবং ক্রেতাদের বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের-ই আলম, ইযুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসানসহ অন্যরা।

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, পরিবেশ রক্ষা করতে বাজারে আসা ক্রেতাদের পলিথিন ব্যবহারে সচেতন করা হয়েছে। পলিথিন বিক্রেতাদের জরিমানা আদায় করা, পরবর্তীতে যাতে আর বিক্রি না করে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্রেতারা পলিথিন ব্যবহার থেকে বিরত থাকলে দেশে পলিথিন ব্যবহার একসময় বন্ধ হয়ে যাবে। সেইসঙ্গে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।