খেলাধুলা

অমিত-আরিফুলের সেঞ্চুরির দিনে পিনাকের ৯৯

সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে ছিলেন সিলেট বিভাগের ওপেনার পিনাক ঘোষ। খুলনা বিভাগের স্পিনার মেহেদী হাসানের বল পিনাক সুইপ করতে গেলেন। ‘আত্মাহুতি’ দেওয়া ওই শটেই টপ এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন বাঁহাতি ব্যাটসম্যান। মিস করলেন সেঞ্চুরি। 

পিনাকের ৯৯ রানে আউট হওয়ার দিনে ভুল করেননি সতীর্থ অমিত হাসান ও রংপুর বিভাগের আরিফুল হক। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে পৃথক মাঠে সেঞ্চুরি পেয়েছেন দুই ব্যাটসম্যান। এদিন বল হাতে আলো ছড়িয়েছেন রাজশাহী বিভাগের সাব্বির হোসেন। ৪৭ রানে ৬ উইকেট পেয়েছেন তিনি। 

তার তাণ্ডবে রাজশাহীতে রংপুর বিভাগ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৮৯ রানে। রংপুরের হয়ে কেবল লড়াই করেন সেঞ্চুরিয়ান আরিফুল। ১৬১ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১০৩ রান করেন। ৯৪ রানে থাকতে লং অন দিয়ে ছক্কা উড়িয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নবম সেঞ্চুরি তুলে নেন। জবাব দিতে নেমে রাজশাহী ১ উইকেটে ৩৯ রান তুলে দিন শেষ করে। 

কক্সবাজারে একাডেমি মাঠে সিলেট বিভাগ প্রথম দিন ৩ উইকেটে ২৪৪ রান তুলেছে। পিনাক ২১৮ বলে ১২ চার ও ১ ছক্কায় ৯৯ রান করেন। অমিত ১০৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ৮ চার ও ১ ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। কক্সবাজারের মূল মাঠে বরিশাল বিভাগ আগে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৭ উইকেটে ২৩৬ রান তুলেছে। ৪৩ রান অপরাজিত আছেন মইন খান। ফিফটি পেয়েছেন তাসামুল হক (৫৩)। 

সিলেটে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের ম্যাচে ঢাকা মেট্রো ৬ উইকেটে ২৩৩ রান তুলে দিন শেষ করেছে। শামসুর রহমান শুভ সর্বোচ্চ ৮৬ রান করেন। এছাড়া আইচ মোল্লা ৪২ এবং নাঈম শেখের ব্যাট থেকে আসে ৩১ রান।