আন্তর্জাতিক

বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন জাপানের বিরোধীদলীয় প্রধান

জাপানের বিরোধীদলীয় প্রধান ইউইচিরো তামাকি তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, একজন মডেলের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে একটি ট্যাবলয়েডে প্রকাশিত প্রতিবেদনটি ‘মূলত সত্য’। 

সোমবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তামাকি জানান, তিনি তার দলের সদস্যদের জিজ্ঞাসা করবেন যে, তিনি ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপলের (ডিপিপি) নেতা পদ থেকে পদত্যাগ করবেন কিনা।

সোমবার সকালে জাপানি ট্যাবলয়েড স্মার্টফ্ল্যাশে বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর, তাড়াহুড়ো করে ডাকা একটি সংবাদ সম্মেলনে তামাকি বলেন, ‘সৃষ্ট সমস্যার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

তিনি স্বীকার করেন, আজ সকালে প্রকাশিত প্রতিবেদনের তথ্যগুলো মূলত সত্য। 

স্মার্টফ্ল্যাশ তাদের প্রতিবেদনে জানায়, ৫৫ বছর বয়সী তামাকি ৩৯ বছর বয়সী একজন মডেল ও বিনোদনকর্মীর সঙ্গে চলতি বছরের জুলাই ও অক্টোবর মাসে একসঙ্গে সময় কাটিয়েছেন। প্রমাণ হিসেবে এ সংক্রান্ত ছবিও প্রকাশ করে ট্যাবলয়েডটি। 

ডিপিপি প্রধান বলেন, “আমার স্ত্রী একবার আমাকে বলেছিল, ‘আপনি আপনার কাছের মানুষটিকে রক্ষা করতে না পারলে দেশকে রক্ষা করতে পারবেন না।’ আমি এই শব্দগুলোকে আমার মনে মধ্যে আবার গেঁথে রাখবো, কাজে প্রতিফলন ঘটাবো এবং দেশের সর্বোত্তম স্বার্থ ও নীতি রক্ষায় যথাসাধ্য চেষ্টা করব।” 

জাপানে গত মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন দল এলডিপির নেতৃত্বাধীন জোট। ফলে দেশটির প্রধানমন্ত্রীর পদে শিগেরু ইশিবা থাকবেন কিনা, জাপানের আইনপ্রণেতারা আজ সোমবার একটি বিশেষ সংসদীয় অধিবেশনে সে সিদ্ধান্ত নেবেন। 

তামাকি এর আগে বলেছিলেন, তার দল প্রধানমন্ত্রী পদে ইশিবাকে সমর্থন দেবে না, তবে প্রধানমন্ত্রীর লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে নীতি-ভিত্তিক নীতির ভিত্তিতে সমর্থন দিতে পারে।