অন্তর্বর্তী সরকার কর্তৃক নবগঠিত সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রথম সভা হতে যাচ্ছে আজ মঙ্গলবার (১২ নভেম্বর)।
কমিশন সূত্রে জানা গেছে, সভায় আটকে থাকা তিনটি বিসিএস ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে আলোচনা হবে। এছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির বিষয়েও। এসব আলোচ্য সূচিতে মঙ্গলবার (১২ নভেম্বর) নতুন এ কমিশন তাদের প্রথম সভা ডেকেছে।
ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন কমিশনের প্রথম সভা থেকে পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষাগুলোতে গতি ফেরাতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে।
প্রশ্নফাঁস নিয়ে সংবাদ প্রচারের পর থেকে পিএসসিতে অস্থিরতা ছিল। এরপর সরকার পতন এবং পুরোনো কমিশনের পদত্যাগ এবং নতুন কমিশন গঠন এসব কারণে প্রায় চার মাস কার্যক্রম এক রকম বন্ধ হয়ে যায়। সেই স্থবিরতা কাটিয়ে নতুন কমিশনে চেয়ারম্যানের নেতৃত্বে আটজন সদস্য নিয়োগ পেয়েছেন। সচিব পরিবর্তন হয়েছে। এখন কাজ করতে আর বাধা নেই।
গত বৃহস্পতিবার সভা হওয়ার কথা ছিল। তবে তার আগের দিন নতুন চারজন সদস্য শপথ নেন। তাদের নিয়ে কমিশন সভা করতে চেয়েছেন চেয়ারম্যান। এজন্য মঙ্গলবার কমিশন সভা ডাকা হয়েছে।
সভার আলোচ্য সূচিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে—এমন প্রশ্নে পরীক্ষা শাখার একজন কর্মকর্তা বলেন, ‘তিনটি বিসিএস তো আটকে আছে। সেগুলো নিয়ে আলোচনা হবে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি নিয়েও আলোচনা হবে। এখন তো এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভাগীয় পদোন্নতির পরীক্ষা নিয়েও কিছু বিষয় আলোচনায় আসবে বলে জেনেছি।’
পিএসসি সূত্র জানায়, ৪৪তম বিসিএসে অল্প কিছুসংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে।
এ তিন বিসিএসে কেউ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায়, কেউ লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষার অপেক্ষায়। আবার কেউ লিখিত পরীক্ষার ফলের অপেক্ষায়। দীর্ঘদিনেও পিএসসি বিসিএসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হতাশ চাকরিপ্রার্থীরা।