চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাকিলা বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাকিলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় মাছগুলো আটক করা হয়।
স্থানীয়রা জানান, পিরানহা মাছকে রূপচাঁদা মাছ নামে বিক্রি করতে চেয়েছিল অসাধু মাছ ব্যবসায়ীরা। পরে মাছগুলো অবৈধভাবে বাজারে বিক্রির সময় সচেতন নাগরিকদের চোখে পড়লে তা প্রশাসনকে অবগত করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ২২ কেজি পিরানহা মাছ জব্দ করে পরে এগুলো ধ্বংস করা হয়েছে। ঘটনার সময় মাছ বিক্রেতা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, হিংস্র প্রকৃতির এই মাছ স্থানীয় জলে ছাড়া হলে জলজ বাস্তুতন্ত্রে ব্যাপক ক্ষতি করে। অন্যান্য মাছ ও প্রাণীকে বিলুপ্তির ঝুঁকিতে ফেলে দিতে পারে। এছাড়া মানুষের উপর আক্রমণের ঘটনাও বিভিন্ন দেশে রেকর্ড করা হয়েছে। ২০০৮ সালে বাংলাদেশ সরকার পিরানহা মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে।
অভিযানে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।