সারা বাংলা

গাজীপুরে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেড নামে একটি প্যাকেজিং কারখানায় লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত দেড়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস জানায়, কারখানায় বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন কারখানার ভেতরে কাগজের মধ্যে এবং পরে কাগজ থেকে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ বলেন, কারখানায় বিপুল পরিমাণ তৈরিকৃত মাল ছিল। যা আজ ডেলিভারি দেওয়ার কথা ছিল। এছাড়া, মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। 

গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’’